অষ্ট্রেলিয়ায় ঢাবির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
অস্ট্রেলিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
ঢাকা (২৩ জানুয়ারি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অস্ট্রেলিয়ায় যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন অব ওয়েস্টার্ন অষ্ট্রেলিয়া (ডিইউএএডাব্লিউএ)। এ উপলক্ষ্যে সম্প্রতি পার্থে অবস্থানকারী ঢাবির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল মিলনমেলার।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় উডলুপাইন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিয়ে নিজেদের ঐক্য ও সংহতির বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি সংগঠনের সদস্যরা বাংলাদেশীদের সব ধরণের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সন্ধ্যা গড়াতেই উৎসুক অ্যালামনাই সদস্যরা পরিবারসহ হাজির হন। সাদা, লাল, নীল শাড়ী পরিহিত নারীদের আবহ দেখে মনে হচ্ছিল যেন এক টুকরো বাংলাদেশ। অন্যদিকে ভদ্রলোকের পোষাকে কর্পোরেট লুক নিয়ে আসেন পুরুষ অতিথিরা। আয়োজনে আরো ছিল লাল সাদার আদলে ঢাবি’র বাস, সৌন্দয্যমণ্ডিত সেলফিফ্রেম ও মধুর রেস্তোরা ফটো-জোন।
অনুষ্ঠানে’র শুরুতেই আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন স্বেচ্ছাসেবীরা। তারপর পরিচিতি পর্বে অগ্রাধিকার ভিত্তিতে প্রবীণদের অনেকে স্মৃতিচারণে অংশ নেন। টিএসসি, ক্যাম্পাস ও হল লাইফের স্মৃতি রোমন্থনে ক্ষণিকের জন্য ফিরে যান চার-পাঁচ দশকের আগের জীবনে।
দ্বিতীয় পর্বে দেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। তার পর শুরু হয় হৈ হুল্লোড় আড্ডা। সেলফি আর গ্রুপ ফটোতে মেতে উঠেন অনেকে। মাত্র কয়েক ঘণ্টার আড়ম্বতা মন ছুঁয়ে যায় অংশ গ্রহণকারীদের।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অষ্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ মোয়াজ্জেম হোসেন। স্বেচ্ছসেবী হিসেবে আরও যোগ দিয়েছিলেন মেজবাহ ভূইয়া, বিদ্যুৎ বনিক, সারওয়ার হোসেন, আনিসুরি রহমান কাজল, অমিত, মাসুদ, রাফি, নির্জন ও খোরশেদ আলম।