টরন্টোর বিমান অফিস পরিদর্শন করলেন কানাডায় বাংলাদেশের হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: কানাডায় টরন্টোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান। কানাডার স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) টরন্টোর বিমান অফিস পরিদর্শন করেছেন হাইকমিশনার।
বিমান অফিস পরিদর্শনে গিয়ে হাইকমিশনার বিমানের সেবার মান কিভাবে আরো বাড়ানো যায় এবং বিমানকে ঢাকা-টরন্টো রুটে কিভাবে আরও লাভজনক করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
খলিলুর রহমান ঢাকা-টরন্টো রুটে বিমানকে আরও সফল করার জন্য বাংলাদেশি-কানাডিয়ানদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।
হাইকমিশনর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু করা হাইকমিশনারের অন্যতম একটি অগ্রাধিকার প্রাপ্ত দায়িত্ব ছিল। যেটি হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের এক বছরের মধ্যে করা সম্ভব হয়েছে।