শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দেড় ঘণ্টা পর গাজীপুরে ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৫, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৪৯, ২৮ অক্টোবর ২০২০
দেড় ঘণ্টা পর গাজীপুরে ট্রেন চলাচল শুরু

ছবি: ফাইল ফটো

ঢাকা(২৮ অক্টোবর): গাজীপুরে ধীরাশ্রম স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার দেড় ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর জংশনের প্রধান স্টেশন মাস্টার মো. শাহজাহান।
মো. শাহজাহান জানান, ধীরাশ্রম স্টেশন এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার পর পেছনের বগিগুলো জয়দেবপুর জংশনে নেওয়া হয়। এরপর ধীরাশ্রম স্টেশনের অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়েছে।
এর আগে বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে ধীরাশ্রম স্টেশনে প্রবেশের সময় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়