টেকনাফে রোহিঙ্গাদের গোলাগুলিতে নিহত ১
কক্সবাজার প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
কক্সবাজার (১০ জানুয়ারি): কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। রোববার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
কক্সবাজারের পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহত নুর হাকিম (২৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে।
তবে নিহতের শরীরের কোথাও গুলির চিহ্ন পাওয়া যায়নি। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ির সময় সময় তিনি পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভোররাতে টেকনাফের চাকমারকূল ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় সংঘর্ষে লিপ্ত থাকা রোহিঙ্গারা। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। আহতদের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এর পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
এপিবিএন ১৬ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, "রাত তিনটার দিকে ক্যাম্পের নিরাপত্তায় যে পুলিশ সদস্যরা পাহারায় ছিলেন, তারা গোলাগুলির শব্দ শুনতে পান। মানুষের শোরগোলের শব্দও পাওয়া যাচ্ছিল। পরে ভোরের দিকে ক্যাম্পের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। কারও গায়ে কোন গুলির আঘাত নেই। আমরা বিষয়টি তদন্ত করছি।"
রোহিঙ্গা ক্যাম্পের এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া, এপিবিএন এর বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পুলিশ অভিযান চালাচ্ছে।