Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
তেলবাহী ৮ বগি লাইনচ্যুতিতে ৯৪ লাখ টাকা ক্ষতি 

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটের সঙ্গে সারাদশের রেলযোগাযোগ বন্ধ

তেলবাহী ৮ বগি লাইনচ্যুতিতে ৯৪ লাখ টাকা ক্ষতি 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:২০, ৫ ফেব্রুয়ারি ২০২১
তেলবাহী ৮ বগি লাইনচ্যুতিতে ৯৪ লাখ টাকা ক্ষতি 

ইনফোগ্রাফ: বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (০৫ ফেব্রুয়ারি): সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুতির পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতের এ দুর্ঘটনার প্রায় ৯৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

মো. শাফায়াত হোসেন বিজনেসইনসাইডারবিডিকে জানান, ২০টি বগি নিয়ে তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়ার পর বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে ফেঞ্চুগঞ্জে এসে ৮টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে চারটি বগি ফেটে গিয়ে তেল ছড়িয়ে পড়তে শুরু করে। প্রতিটি বগিতে ৪১ হাজার লিটার তেল রয়েছে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা। সেই হিসেবে এ দুর্ঘটনায় ৯৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাফায়াত হোসেন।

এদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় বগী লাইনচ্যুত হওয়ার দুর্ঘটনা ঘটে। তেলবাহী ওই ট্রেনের ৮টি বগি গুতিগাঁওয়ে লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

এদিকে দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি থেকে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকায় অগ্নিকাণ্ডের আতঙ্ক বিরাজ করছে। অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে এলাকার মানুষকে ওই স্থান থেকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়