সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ৫
সিরাজগঞ্জ সংবাদদাতা || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ: বিজনেসইনসাইডারবিডি
সিরাজগঞ্জ (২৩ ফেব্রুয়ারি): বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত বলেছেন, নিহতদের মধ্যে বগুড়ার মাঝিপাড়ার বি-ব্লকের মৃত মোকছেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের (৭৮) পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, বগুড়া থেকে যুগান্তর পরিবহনের একটি বাস ময়মনসিংহ যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে।