ধুনটে ১৪৪ ধারা জারি
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
ছবি: ধুনটে ১৪৪ ধারা জারি
বগুড়া (১১ মার্চ): বগুড়ার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার ও মুজিব চত্বরে ছাত্রলীগের দুটি গ্রুপ একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বানের পর আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। খবর ইউএনবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পৌর নির্বাচনে বিরোধের জের ধরে ধুনট উপজেলা পরিষদের সামনে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পরে দুটি মামলা হয়। এ মামলার প্রতিবাদে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল ১১টায় ছাত্রলীগের সমাবেশ ডাকেন। একই সময়ে একই স্থানে পৌর ছাত্রলীগ নেতা রাসেল খন্দকার আরেকটি সমাবেশ আহ্বান করেন।
এরপর দু'গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ১১টায় শহীদ মিনার চত্বরে পর পর ৭টি বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের ধারণা, সমাবেশ ঘিরে কোন এক পক্ষ সেখানে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ৭টি বিকট শব্দ ককটেল কিনা তা জানা যায়নি। তা নিয়ে তদন্ত চলছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় মোহন্ত আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ মিনার, মুজিব চত্বর ও এর আশপাশের ৪০০ গজের মধ্যে যে কোন ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাইকিংয়ের মাধ্যমে তা সবাইকে জানিয়ে দেন।
সঞ্জয় মোহন্ত বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।'