সিলেটে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে আগুন
সিলেট ব্যুরো || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
সিলেট(১৭ নভেম্বর,২০২০) : সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটে বলে জানা গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র সদস্য জাকির হোসেন বিজনেসইনসাইডারবিডি’কে জানান, সকাল ১১টা থেকেই কেন্দ্রটিতে অগ্নিকান্ডের ঘটনায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এর ফলে সিলেটের অনেক স্থানে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এই বিদ্যুৎকেন্দ্রটিতে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিকট শব্দ হওয়ার পর আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, কোন একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।