মঙ্গলবার

১৭ সেপ্টেম্বর ২০২৪


২ আশ্বিন ১৪৩১,

১২ রবিউল আউয়াল ১৪৪৬

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৪, ২৮ নভেম্বর ২০২০   আপডেট: ২১:৩২, ২৮ নভেম্বর ২০২০
গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

ছবি: ফাইল ফটো

গোপালগঞ্জ (২৮ নভেম্বর): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মালেকের মোড়ে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি এএফএম নাসিম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জের জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের রঞ্জিত ধরের ছেলে সঞ্জিতধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার বড় ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২), একই উপজেলার নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যানচালক আকাম উদ্দিন মোল্লা (৫৫) ও বাসের হেলপার ঠান্ডা মিয়া (৫২)। তার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাকপুর গ্রামে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিরোজপুর জেলার নাজিরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে”।

 

Nagad
Walton

সর্বশেষ