বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

নদী ভাঙ্গনের তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৩:৫৯, ৫ ডিসেম্বর ২০২০  
নদী ভাঙ্গনের তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী

ফাইল ছবি

নদী ভাঙ্গনের তাৎক্ষনিক ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী

বরিশাল (০৪ ডিসেম্বর) : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, উজিরপুর উপজেলার সাতলাতে আমাদের মন্ত্রনালয়ের ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যেটি দেখতে এসে সাতলায় নদীর তীর ও বাঁধে ভাঙ্গনের কথা জানতে পেরেছি।  যা দেখতে এসে সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। যেখানে একাংশের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাকী কাজ ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তবে বাকী অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কিভাবে একে রক্ষা করা যায়। বাঁধটা মেরামত করা হবে যাতে এলাকাবাসী নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রী বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার নদীপথ দিয়ে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। উজিরপুরের সাতলা ইউনিয়নের রাজাপুরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে উজিরপুর উপজেলার পোল্ডার নং-৩ এর সাতলা-বাগধা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে বরিশাল-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়