টঙ্গীতে দুই দিনের জোড় ইজতেমা শুরু
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৮ ডিসেম্বর): টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে দুই দিনের জোড় ইজতেমা। শুক্রবার থেকে এ ইজতেমা শুরু হলেও বুধবার থেকেই মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেন। কাল মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ জোড় ইজতেমা। খবর বাসস।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানিয়েছেন, ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইল মিলসের পাশের টিন শেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এতে চার জেলার মুসুল্লিরা অংশ নিচ্ছেন। এদের মধ্যে ঢাকা জেলার দুই হাজার ৫০০, গাজীপুর জেলার সাতশত, টাঙ্গাইল জোর চারশ ও মানিকগঞ্জ জেলার চারশ মুসল্লি রয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভার করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত সময় দেয়া হয়েছে। টঙ্গীতে আগত মুসল্লিদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।