জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাস যাত্রী নিহত
জয়পুরহাট প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
জয়পুরহাট (১৯ ডিসেম্বর): জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাস যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ১০ জন আহত। এরা সবাই জয়পুরহাট সদরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার ভোর ৬টার দিকের এ ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার বিষয়টি বিজনেসইনসাইডার’কে নিশ্চিত করেছেন জয়পুর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান।
তিনি জানান, জয়পুরহাট থেকে একটি ট্রেন শনিবার সকালে দিনাজপুরের হিলি যাচ্ছিল। পথে পুরানাপৈল রেলক্রসিংয়ে একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১০জন নিহত হন। নিহতরা সবাই বাসের যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিক ভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
জয়পুরহাটের জেলা প্রশাসক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ১১টি লাশ উদ্ধার করা হয়ছে ও আহত ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।