Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের এলাকা রক্ষায় ৬শ’ কোটি টাকার প্রকল্প

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের এলাকা রক্ষায় ৬শ’ কোটি টাকার প্রকল্প

ফরিদপুর প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২১, ২৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ০২:০৬, ২৫ ডিসেম্বর ২০২০
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের এলাকা রক্ষায় ৬শ’ কোটি টাকার প্রকল্প

ছবি: বিজনেস ইনসাইডার

ফরিদপুর(২৪ ডিসেম্বর): বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতিবিজরিত এলাকা রক্ষায় ৬০০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি জানান, আগামী ৫-৬ মাসের মধ্যেই এখানে কাজ শুরু হয়ে যাবে। এ বছরে বার বার বন্যার আঘাতে এখানে নদীতীরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ীসংলগ্ন নদীভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহন করে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন,আপনাদের গবেষণার কাজগুলো বিশ্বমানের। যেকোন দেশের তুলনায় ভালো। 


নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আলিম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা। অনুষ্ঠানে নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস নদী গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কাজ ডিসপ্লের মাধ্যমে মনিটর এ প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়