চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় দু’জন নিহত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(২৭ জানুয়ারি): চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে হওয়া সহিংসতায় দু’জন নিহত হয়েছে। নিহত দু’জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী সমর্থক। নিহতরা হলেন আলাউদ্দিন আলো (২৮) ও নিজাম উদ্দীন (৩২)।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় পাহাড়তলী ইউসেফ আমবাগান কারিগরি স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী ও দলটির বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংগর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, এ ঘটনায় আহত ৩০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন।
এর আগে চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় সকাল সাড়ে ৭টায় নিজাম উদ্দীন (৩২) নামের এক নির্বাচনী এজেন্টকে জবাই করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, নিহত নিজাম উদ্দীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের অনুসারি এবং তার বড়ভাই কামরুল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল আমিনের অনুসারি। তারা দুইজনই নির্বাচনী এজেন্ট। সকালে নির্বাচনের বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাই নিজামকে জবাই করে হত্যা করে বড় ভাই কামরুল।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, জায়গা জমির বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই ঝগড়া বিবাদ ছিল। আজ সকালে কথা কাটাকাটির জেরে নিজাম উদ্দীনকে খুন করে তার বড় ভাই কামরুল।