২৮ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল শুরু
সিলেট ব্যুরো || বিজনেস ইনসাইডার
ফাইল ফটো
সিলেট (০৬ ফেব্রুয়ারি)- তেলবাহী ট্রেন দুর্ঘটনার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জের কায়স্থগ্রামে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার ও লাইন মেরামতের পর শনিবার সকাল ৬টায় সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়। খবর ইউএনবি।
রেলওয়ে পুলিশ এবং ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৩টায় সিলেট থেকে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ভোরে একই রুটে ছেড়ে গেছে কালনী এক্সপ্রেস। একইভাবে সিলেটে এসে পৌঁছেছে ঢাকা ও চট্টগ্রাম রুটের ট্রেন।
রেলওয়ে কর্মকর্তারা জানান, সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার দুপুরে রেলওয়ে সিলেট স্টেশনের কর্মকর্তারা জানিয়েছিলেন, লাইনচ্যুত ট্রেন উদ্ধারে আরও ৭-৮ ঘণ্টা সময় লাগতে পারে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়।
শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শুরু করে।
চার মাসে সিলেট-আখাউড়া রেলপথে এ নিয়ে তিনবার তেলাবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলো। এর আগে, নভেম্বরে শ্রীমঙ্গলে ও ডিসেম্বরে মাধবপুরে বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘসময় বন্ধ ছিল রেল যোগাযোগ।