Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রাজশাহীতে বাস বন্ধে যাত্রীদের চরম দুর্ভোগ 

মঙ্গলবার

১৯ নভেম্বর ২০২৪


৫ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে বাস বন্ধে যাত্রীদের চরম দুর্ভোগ 

রাজশাহী ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩২, ২ মার্চ ২০২১  
রাজশাহীতে বাস বন্ধে যাত্রীদের চরম দুর্ভোগ 

দুই দিন ধরে রাজশাহী থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় বেড়েছে দুর্ভোগ

রাজশাহী (০২ মার্চ): রাজশাহীতে বিএনপির আজকের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বাস বন্ধ করে দেওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবারের এই সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কা’য় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

সোমবার সন্ধ্যা পর্যন্ত কোন কোন রুটে বিচ্ছিন্নভাবে কিছু বাস চলাচল করলেও মঙ্গলবার সকাল থেকে পুরোপুরিই বন্ধ রয়েছে। যাত্রীবাহী বাসের বিকল্প হিসেবে অটোরিকশা বা ছোট যানবাহন যেগুলো চলাচল করে সেগুলোও মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয়ে গেছে।

সমাবেশ ঘিরে রাজশাহী থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছে। কেউ কেউ বিকল্প পথে অন্য যানবাহনে পাড়ি জমাচ্ছে নিজ নিজ গন্তব্যের দিকে।

এদিকে চার দেয়ালের ভেতর বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি মধ্য শহরের রাস্তায় সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু এসব এলাকায় সমাবেশ করলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হবে। তীব্র যানজট দেখা দেবে। এ জন্য মধ্য শহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা বলেছি, ইনডোরে সমাবেশ করতে হবে।’

রুহুল কুদ্দুস বলেন, ‘রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপিকে সমাবেশ করতে বলা হয়েছে। তারা যেন প্রস্তুতি নিতে পারে, সে জন্য মৌখিকভাবে আগাম তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’

বাস বন্ধের বিষয়ে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে তাঁরা সড়কে বিশৃঙ্খলা ও যানবাহনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন। এই কারণে তাঁরা সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাজশাহী মহানগরীতে রাজনৈতিক সমাবেশ ডেকেছে বিএনপি। এরই মধ্যে বিভিন্ন যায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাই বড় ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ও ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

জেলা বাস মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এফ এম লুৎফর রহমান ফিরোজ বলেন, আজ পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, ‘পুলিশের বাধায় বাস চলাচল বন্ধ হয়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতই চেকপোস্ট বসিয়েছে। যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতা বা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির উদ্দেশ্য নেই।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়