বিএনপি দেশকে পিছিয়ে দিতে চায় : অ্যাডভোকেট কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলছি, তখন বিএনপি টেকব্যাক বাংলাদেশ বলে দেশকে পিছিয়ে দিতে চায়।’
আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট কামরুল।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘তারা চিন্তা করে আফগানিস্তান বা বিভিন্ন দেশে যেমন পুতুল সরকার বসানো হয়েছিল, ঠিক সেইভাবে নির্বাচনকে বানচাল করে একটা পুতুল সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে সেই স্বপ্ন দেখছে তারা। বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে সেই ষড়যন্ত্রে মশগুল।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপশক্তিদের প্রতিহত করতে হবে। তাদের মাঠে থাকতে দেওয়া যাবে না। স্বাধীনতাবিরোধীদের রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করে আগামী নির্বাচনে বিজয় লাভ করতে হবে।’
এ সময় দলীয় নেতাকর্মীদের স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করে আগামী ২৮ অক্টোবরে ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।