রোববার

০৮ সেপ্টেম্বর ২০২৪


২৪ ভাদ্র ১৪৩১,

০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানো, না পাঠানো তাদের বিষয় : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:২৫, ৩০ নভেম্বর ২০২৩  
জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানো, না পাঠানো তাদের বিষয় : ওবায়দুল কাদের

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতিসংঘ পর্যবেক্ষক পাঠানো, না পাঠানো তাদের বিষয়।’ আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহণ নির্বাচনের চমক। আরও চমকের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ 

এ সময় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের সিদ্ধান্ত তার ব্যক্তিগত, কিন্তু তার দল নির্বাচন করছে। এটা জাতীয় পার্টি নির্বাচন বয়কটের মধ্যে পড়ে না।’

জোটের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জোটের সঙ্গে এডজুটেন্টের মাধ্যমে আসন বণ্টনের সুযোগ আছে, জোটও ভেঙে দেওয়া হয়নি।’

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়