করোনার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি:সংগৃহীত
ঢাকা( ২১ মার্চ): আগামী ৮ এপ্রিল থেকে দেশে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। রবিবার দুপুরে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিধি মেনে চলার বিকল্প নেই। করোনার টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, জনগণের সহযোগিতা ছাড়া সরকার একা দেশকে করোনামুক্ত করতে পারবে না। তাই দেশকে করোনামুক্ত করতে জনগণকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে করোনা বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা গেছে। কারণ স্বাস্থ্যবিধি না মেনে, মাস্ক না পরে মানুষজন বেড়াতে কক্সবাজার, বান্দরবান যাচ্ছেন। বিয়ে, পিকনিক করছে। এছাড়া, গত ১৫ দিনে প্রায় ২৫ লাখ ভ্রমণ পিপাষু মানুষ কক্সবাজার গেছেন। তাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও জানান, নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও কাজ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
এ সময় কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্বাস্থ্য সচিব মোঃ আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।