যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিলেন নরেন্দ্র মোদি
সাতক্ষীরা প্রতিনিধি || বিজনেস ইনসাইডার
ছবি: সাতক্ষীরার শ্যমিনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিচ্ছেন নরেন্দ্র মোদি
সাতক্ষীরা (২৭ মার্চ): সাতক্ষীরার শ্যমিনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে শনিবার সকালে ভারতের একটি হেলিকপ্টারে শ্যামনগরের ঈশ্বরীপুরের সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান মোদি। সেখান থেকে যান যশোরেশ্বরী কালীমন্দিরে।
এদিকে, নরেন্দ্র মোদির সফর ঘিরে যশোরেশ্বরী মন্দির নান্দনিক সাজে সাজানো হয়েছে। সড়কের দু'পাশের জলাকারের ওপর নৌকা স্থাপন করে সেখানে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি স্থাপন করা হয়েছে। পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।
সাতক্ষীরায় কালীমন্দিরে পূজা-অর্চনা শেষে হেলিকপ্টাওে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ওড়াকান্দি যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেবেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু'দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।