৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চলাচল শুরু
|| বিজনেস ইনসাইডার
বাংলাদেশ রেলওয়ে লোগো
ঢাকা (০১ আগস্ট): ৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রুটে রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার দুপুর ২টায় ভারত থেকে ৪০টি ওয়াগনে আড়াই হাজার ২৫০০ মেট্রিক টন পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ট্রেন।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম বিজনেস ইনসাইডার বাংলাদেশ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৪৭ সালের পর ১৯৬৫ সাল পর্যন্ত ভারত ও তৎকালীন পূর্ব পাকিস্তানে সাতটি রেল সংযোগ চালু ছিল। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেল সংযোগ চালু আছে। হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ এমনই একটি রুট যা ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। বর্তমানে অন্য চারটি রেল সংযোগ হলো- পেট্রাপোল-বেনাপোল, গেদে-দর্শনা, সিংহাবাদ-রহনপুর এবং রাধিকাপুর-বিরল।
২০২০ সালের ১৭ ডিসেম্বর দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি (ভারত) এবং চিলাহাটি (বাংলাদেশ) রেল সংযোগের উদ্বোধন করেন।