শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ আটক ৭

কক্সবাজার প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৫, ২ ডিসেম্বর ২০২০  
টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ আটক ৭

ছবি: সংগৃহীত

কক্সবাজার (২ ডিসেম্বর): কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে টেকনাফের নাফ নদীর কাটাবুনিয়া এলাকা থেকে ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রলারসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল বিষয়টি নিশ্চিত করে জানান, কোস্টগার্ড নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। তখন সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের ওপর গুলতি নিক্ষেপ করতে থাকে।

পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটি ধরতে সক্ষম হয়। এরপর ট্রলারটি তল্লাশি করে ২টি জেরিক্যান পাওয়া যায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮ প্যাকেট পাওয়া গেছে। এর মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা লুকানো ছিল। এসব ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭ জন নাগরিক আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিয়মিত মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে।

লে. কমান্ডার আমিরুল আরও জানান, ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। মিয়ানমারের ৭ জন নাগরিককে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়