বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫০, ৪ ডিসেম্বর ২০২০  
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল (৪ ডিসেম্বর): ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে মির্জাপুরের ইচাইল এলাকার এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এরা হলেন ট্রাকের হেলপার রংপুরের পীরগঞ্জ উপজেলার শমসের হাট গ্রামের মো. রতন মিয়ার মিয়ার ছেলে মো. চুন্নু (৩২), বাসের যাত্রী রংপুরের পিরগঞ্জ উপজেলার ধলনাকান্দি গ্রামের জয়নাল হোসেনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪), একই গ্রামের পারভেজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৬১)। নিহত অন্যদের নাম পাওয়া যায়নি।

আহতরা হলেন বাসের যাত্রী রংপুরের পিরোজপুর উপজেলার জাহাঙ্গীরবাগ গ্রামের রওশন আলীর স্ত্রী রেশমী বেগম (২০), একই উপজেলার কদরপাড়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী চন্দ্রনা, আশবাড়ী গ্রামের মো. পলাশ মিয়ার ছেলে মো. পারভেজ (১২), পিরোজপুর উপজেলার উপজেলা হরিরাম শাহাপুর গ্রামের এমদাদুলের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৭) ও রাজশাহীর বোয়ালী উপজেলার মতিয়া বিল গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. রিদয় মিয়া (২২)। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যদের নাম পাওয়া যায়নি।

ওসি মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের এক যাত্রীবাহী বাস উপজেলার ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে এটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি এক ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়