Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
আজ ও আগামীর নির্ভরযোগ্য জ্বালানী পারমানবিক বিদ্যুৎ: ড. দিমিত্রি

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ ও আগামীর নির্ভরযোগ্য জ্বালানী পারমানবিক বিদ্যুৎ: ড. দিমিত্রি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৯, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:৩০, ২৪ ডিসেম্বর ২০২০
আজ ও আগামীর নির্ভরযোগ্য জ্বালানী পারমানবিক বিদ্যুৎ: ড. দিমিত্রি

ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ ডিসেম্বর): রাশিয়ান বিশেষজ্ঞ ও পারমানবিক শক্তি প্রকৌশল ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের (এমইপি এইচআই) অবিনস্ক ইন্সটিটিউটের নিউক্লিয়ার ফিজিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. দিমিত্রি সামোখিন বলেছেন, পারমানবিক প্রযুক্তির ক্রমাগত উন্নতির ফলে পারমানবিক বিদ্যুৎ আজ ও আগামীর অন্যতম নির্ভরযোগ্য জ্বালানী উৎস হয়ে ঊঠেছে।

বৃহস্পতিবার রোসাটম আয়োজিত এক ওয়েবিনারে বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. দিমিত্রি সামোখিন পারমানবিক বিদ্যুৎ এর বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পারমানবিক বিদ্যুৎ অন্যতম নিরাপদ একটি জ্বালানী উৎস। এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র গুলোর নিরাপত্তার জন্যে তিনি তিনটি মৌলিক বিষয়কে সবচাইতে গুরুত্বপুর্ন বলে উল্লেখ করেন। এগুলো হলো তেজস্ক্রিয় পদার্থের হোল্ডিং, রিয়াক্টর কোর কুলিং, সব চাইতে জটিল অংশে তেজস্ক্রিয়তার নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ ।

ড. দিমিত্রি সামোখিন তার উপস্থাপনায় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্যে প্রতিরোধমূলক ও জরুরী  কৌশল গুলো তুলে ধরেন। জরুরী মূহুর্তে তেজস্ক্রিয়তা ও পদার্থ কে পরিবেশের মধ্যে ছড়ানো থেকে প্রতিহত করতে আধুনিক প্রযুক্তি অত্যন্ত সফল ভাবে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করছে ।

রাশিয়ার নির্মিত ভিভিইআর রিঅ্যাকটর সম্পর্কে তিনি বলেন, এই প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে অ্যাকটিভ ও প্যাসিভ নিরাপত্তা ব্যবস্থা আছে যাতে এটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো দুর্ঘটনা যেমন, ভুমিকম্প, হ্যারিকেন, টর্নেডো এবং বিমান দুর্ঘটনার মতো ঘটনায় সর্বোচ্চ সহনশীল। এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কোর ক্যাচার। এতে দুর্ঘটনার সময়ে কোর মেল্টিং ও রিঅ্যাকটর ভেসেলকে পেনিট্রেশন করে মল্টেন রিঅ্যাকটর ম্যাটেরিয়াল কে লোকালাইজ করবে। স্টিম জেনারেটর কে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটি টোটাল ব্ল্যাক আউটের সময়ে বা সম্পুর্ন ফীড ওয়াটার শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রে বা প্রাইমারী সার্কিটে কুল্যাণ্ট লিকেজ হলে কোর মেল্টিং প্রতিরোধ করবে।

বিশ্বে পারমানবিক শক্তির উন্নয়নে রাশিয়ার ভূমিকার কথাও তিনি তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মের ভিভিইআর থ্রি প্লাস রিঅ্যাকটরের নিরাপত্তা ও নির্মান সম্পর্কেও আলোচনা করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়