মিরসরাইয়ে হচ্ছে ৪টি টেকনোলজি সেন্টার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৪ ডিসেম্বর): বাণিজ্য সচিব ড. মো. জাফরউদ্দিন বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে মিরসরাইয়ে ৪টি টেকনোলজি সেন্টার নির্মাণ করতে যাচ্ছে। বৃহস্পতিবার চটগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলন কক্ষে বেজা কর্তৃক বাণিজ্য মন্ত্রলালয়ের ইসিফোরজে প্রকল্পের কাছে ১০ একর জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রামে বিশ্বমানের টেকনোলজি সেন্টার নির্মাণের জন্য বেজার কাছ থেকে ১০ একর জমি বুঝে পাওয়া গেল। বঙ্গবন্ধু হাই-টেক সিটি কর্তৃপক্ষ ইসিফোরজে প্রকল্পের কাছে ৪.০৪ একর জমি হস্তান্তর করেছে, বাকী দু’টোর জমিও পাওয়া যাবে। এই প্রকল্পের অধীনে, সাড়ে চারশত কোটি টাকা ব্যয়ে ৪টি আন্তর্জাতিক মানের প্রযুক্তি কেন্দ্র নির্মাণ করা হবে। এর উদ্দেশ্য হলো তৈরি পোশাক শিল্পের বাইরে রপ্তানির সম্ভাবনা বেশি থাকা ৪টি পণ্যে। এগুলো হলো-চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক গুডস্ ও হাল্কা ইঞ্জিনিয়ারিং পণ্য। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে: ইলেক্ট্রনিক ও ইলেকট্রিক গুডস্, ব্যাটারি ও একুমুলেটর, বাইসাইকেল, অটোমোবাইলস, পার্টস, ডাই, মোল্ড এবং ফাউন্ড্রি এদেরএক্সপোর্ট লিড প্রযুক্তি ও দক্ষ মানবশক্তি তৈরি করা।
বাণিজ্যসচিব বলেন, দেশের রপ্তানি বৃদ্ধির জন্য সরকার এ অঞ্চলের গুরুত্ব বিবেচনা করে এবং ব্যবসায়ী মহলের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার মাধ্যমে শিল্প অবকাঠামো উন্নয়নে দেশের সর্ববৃহত পরিকল্পিত শিল্প নগরি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরশরাই গড়ে তুলছে। এখানে আধুনিক সুবিধা সম্বলিত বিশ্বমানের এ টেকনোলজি সেন্টারে হালকা প্রকৌশল ও প্লাস্টিকস খাতসহ সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং খাতের শিল্প সমূহের জন্য লাগসই প্রযুক্তিগত সেবা, যুগোপযোগী প্রশিক্ষণ, আন্তর্জাতিক বাজারসংক্রান্ত তথ্য সরবরাহ, প্রয়োজনীয় কারিগরি ও ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদানের মাধ্যমে দেশীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পসমূহকে রপ্তানি সক্ষম করে তোলা হবে।
উল্লেখ্য, প্রকল্পের সাড়ে চারশত কোটি টাকার মধ্যে বিশ্বব্যাংকের সহায়তা ৩১৮ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ১৩২ কোটি টাকা ব্যয় করছে। অনুষ্ঠানে বেজার পক্ষ থেকে বাণিজ্য সচিবের কাছে আনুষ্ঠানিক ভাবে উল্লিখিত জমি হস্তান্তর করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোরজে প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বেজার যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান বক্তব্য রাখেন।