শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আগামীকাল থেকে তার মাটির নিচ দিয়ে যাবে 

ইন্টারনেট-ক্যাবল তার কাটার অভিযান স্থগিত

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫২, ১৮ অক্টোবর ২০২০   আপডেট: ০১:৩৩, ১৯ অক্টোবর ২০২০
আগামীকাল থেকে তার মাটির নিচ দিয়ে যাবে 

ছবি: সংগৃহীত

ঢাকা(১৮ অক্টোবর): আগামীকাল থেকে ঝুলন্ত ইন্টারনেট ও ক্যাবল টিভির তার মাটির নিচ দিয়ে নেওয়া হবে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিজেরাই এই কাজের খরচও বহন করবে। এমন শর্তে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) আওতাধীন এলাকায় আর কোন ঝুলন্ত তার কাটা হবে না।  

রবিবার নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিযেশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(কোয়াব) নেতৃবৃন্দ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস এই সিদ্ধান্তের কথা জানান। 

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মেয়র তাপস বলেন, দক্ষিণ সিটির আজকের পর থেকে রাস্তায় কোনো ঝুলন্ত কাটবে না। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে ওপরে ঝুলন্ত তার কেটে দেবেন। আর এটি আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের কমিটমেন্ট দিয়েছেন। সে কারণেই আমরা তার কাটব না।

মেয়র জানান, মাটির নিচ দিয়ে তার নিতে সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়ারও অনুমতি দেয়া হয়েছে। কাজ শেষে সেই রাস্তা সিটি কর্পোরেশনের খরচেই মেরামত করা হবে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে অভিযান গত মাসে শুরু হয়েছিল, তা বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল আইএসপিএবি ও কোয়াব। বিকল্প ব্যবস্থা না করে তার অপসারণের কাজ বন্ধ না করলে রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা বন্ধের ঘোষণা ছিল তাদের। সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা হওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইএসপিএবি ও কোয়াব।

আইএসপিএবি সভাপতি আবদুল হাকিম জানান, দক্ষিণের মেয়রের সঙ্গে বৈঠকে তার অপসারণ অভিযান স্থগিত হওয়ায় এখন আর তারা ধর্মঘটে যাচ্ছেন না।

কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়