এলপিজি’র মূল্য পুনঃনির্ধারণে ১৪ জানুয়ারি গণশুনানি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা(২৮ ডিসেম্বর): বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর মূল্যহার পুনঃনির্ধারণের জন্য আগামী ১৪, ১৭ এবং ১৮ জানুয়ারী গণশুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানির সময়, পদ্ধতি এবং স্থান পরবর্তীতে জানানো হবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ৪ জানুয়ারির মধ্যে (গণশুনানি-পূর্ব) লিখিত বক্তব্য/মতামত কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
যারা গণশুনানিতে অংশগ্রহণের জন্য তালিকাভুক্তি হতে ইচ্ছুক তাদেরকে আগামী ৪ জানুয়ারির মধ্যে কমিশনকে জানাতে হবে। তালিকাভুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা উল্লিখিত তারিখে অনুষ্ঠেয় গণশুনানিতে অংশগ্রহণপূর্বক এলপিজি’র মূল্যহার পুনঃনির্ধারণ বিষয়ে বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপন করতে পারবেন।
এলপিজি'র মূল্যহার পুনঃনির্ধারণ সংক্রান্ত লাইসেন্সী/লাইসেন্সী সংগঠনের প্রস্তাব অফিস চলাকালীন সময়ে কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও কমিশনের ওয়েব সাইট িি.িনবৎপ.ড়ৎম.নফ থেকেও ডাউনলোড করা যাবে।