Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
রিজওয়ান রহমান ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিজওয়ান রহমান ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২৩, ৩০ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:০২, ৩০ ডিসেম্বর ২০২০
রিজওয়ান রহমান ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত

ছবি: সংগৃহীত

ঢাকা (৩০ ডিসেম্বর): ২০২১ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইটিবিএল সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ লি. এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রহমান। একই সময়ের জন্য সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পুননির্বাচিত হয়েছেন এন কে এ মোবিন, এফসিএস, এফসিএ এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসাইন।

মঙ্গলবার ডিসিসিআইয়ে অডিটোরিয়ামে জুমের মাধ্যমে আয়োজিক সংগঠনের ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন পরিচালক মন্ডলি তাদের দায়িত্ব গ্রহন করেন।  

নব নির্বাচিত পরিচালকরা হলেন, গোলাম জিলানি, হোসাইন এ সিকদার, খায়রুল মজিদ মাহমুদ, এম. এ. রশিদ শাহ সম্রাট এবং নাসিরুদ্দিন এ. ফেরদৌস।

ডিসিসিআই এর নব নির্বাচত প্রেসিডেন্ট রিজওয়ান রহমান তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ইটিবিএল হোল্ডিংস লি. এর কয়েকটি অংশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লি. এবং দি ফিন্যানসিয়াল এক্সপ্রেসের পরিচালক। যুক্তরাজ্য থেকে উচ্চ শিক্ষা শেষ করে তিনি ২০০৬ সাল থেকেই ডিসিসিআইয়ের বিভিন্ন ক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত রেখে সেরকারি খাতের উন্নয়নে অবদান রেখেছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই), বাংলাদেশ ফিলিপিন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) এর পরিচালক এবং ডাচ বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এর সাবেক ভাইস প্রেসিডেন্ট  হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুননির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন কে এ মোবিন, এফসিএস, এফসিএ ইমার্জিং ক্রেডিট রেটিং লি. এর মহাপরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সাল থেকেই তিনি ব্যাংক, বীমা এবং আর্র্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিবিএ এবং এমবিএ শেষ করে তিনি সুইডেন, সিঙ্গাপুর এবং ফ্রান্স থেকে তিনটি ইএমবিএ শেষ করেছেন। ২০১৬ সাল থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এ সরকারের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি, মোবিল যমুনা বাংলাদেশ লি. এবং শাশা ডেনিম লি. এর বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।

নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মনোয়ার হোসাইন হচ্ছেন পুরান ঢাকার মনোয়ার ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী। বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানির ওপর তার রয়েছে বিস্তর অভিজ্ঞতা। তিনি জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আমদানির সঙ্গেও সম্পৃক্ত। এর আগে ২০২০ সালে তিনি ডিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা থেকে বাণিজ্যে স্নাতক শেষ করা মনোয়ার হোসাইন উত্তরা ক্লাবেরও একজন সদস্য। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়