‘ছুটির দিনে সেরা স্বাদে’ কোকাকোলা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (৩১ ডিসেম্বর): পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে প্রতিদিনের মুহূর্তগুলাকে আরো রাঙিয়ে তুলতে কোকাকোলা শুরু করেছে ‘ছুটির দিনে সেরা স্বাদে’ ক্যাম্পেইন।
এ ক্যাম্পেইনে থাকছে টেলিভিশনে একটি ‘থিমেটিক’ অনুষ্ঠান, রেডিওতে প্রতিযোগিতা অনুষ্ঠান এবং কোকাকোলা বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্রাইডে লঞ্চ গেম। সাধারণত শুক্রবারের দুপুরের খাবার আমরা পরিবারের সবাই একসঙ্গে খেয়ে থাকি। তবে কোভিড ১৯ এর সময়ে পরিবারের সবাই একসঙ্গে বাড়িতে থাকার সুযোগে এক সঙ্গে সময় কাটানোরও সুযোগ পাচ্ছে। কোকাকোলা এ ক্যাম্পেইনের উদ্দেশ্যে হলো খাবারের প্রতি মানুষের ভালোলাগার বিষয়টি নতুন করে ভাবানো, করোনার এ সময়ে পরিবারের সবার সঙ্গে বার বার খাবার খেতে উদ্বুদ্ধ করা।
এ ক্যাম্পেইনের নেপথ্যের ভাবনার বিষয়ে কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অজয় ভাটিয়া বলেন, কোকাকোলার ডিএনএর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খাদ্য। এটি বাংলাদেশের সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবারের সঙ্গে কোকের মিতালি হচ্ছে চমৎকার সংযোগ। এ ধারণাকে ঘিরেই আমরা এ ক্যাম্পেইন শুরু করেছি। আমরা আশা করি সবাই এ ক্যাম্পেইনে অংশ নেবেন এবং সারা দেশে কোক ও খাবার উৎসবে মেতে উঠবেন।
প্রিয়জনের সঙ্গে খাবার ভাগাভাগি করে এ ক্যাম্পেইনে তরুনদের সম্পৃক্ত করতে চমৎকার ডিজিটাল কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোকাকোলার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত ‘ফ্রাইডে লাঞ্চ গেম’ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীকে ছটির দিনে বন্ধুর খাবার কি হতে পারে সেটা বলতে হবে। এ প্রতিযোগিতায় প্রথম বারের মতো অংশগ্রহনকারী এবং বিজয়ীদের বাড়িতে কোকাকোলা পাঠিয়ে দেয়া হবে।
একই সঙ্গে কোকাকোলা মাস ব্যাপী ‘ফুর্তি স্বাদে ভরা ফ্রাইডে’ শুরু করেছে। এতে অংশগ্রহনকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারবেন। প্রতি সপ্তাহে এতে বিজয়ীরা শুক্রবার কোকসহ দুপুরের বিশেষ খাবার জেতার সুযোগ পাবেন।