Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ে একনেকে ৪৩১৪ কোটি টাকা অনুমোদন

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ে একনেকে ৪৩১৪ কোটি টাকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১০, ৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩১, ১১ জানুয়ারি ২০২১
কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়ে একনেকে ৪৩১৪ কোটি টাকা অনুমোদন

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা(০৫ জানুয়ারি): করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয়ে ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকার চুড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।‘কোভিড-১৯ ইর্মাজেন্সি রেসপন্স অ্যান্ডপ প্যানডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহ বাবদ এই টাকার অনুমোদন দেওয়া হয়েছে। 

বরাদ্দকৃত টাকা ২০২১ সালের জুন পর্যন্ত ৩ হাজার ৩০ কোটি টাকা খরচ হবে ভ্যাকসিন কিনতে, বাকি অর্থ পর্যায়ক্রমে খরচ করা হবে। 

মঙ্গলবার  একনেকের সভায় প্রকল্পটি  চূড়ান্ত  অনুমোদনের  জন্য  উপস্থাপন করা হয়। সভায় প্রকল্পটি চূড়ান্ত ভাবে অনুমোদন দেওয়া হয়। মূলত ভ্যাকসিন কেনার জন্যই চলমান প্রকল্পের আওতায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়।

গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। অন্যদিকে শেরে-বাংলা নগরে মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলনকক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারি -ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে বলে পরিকল্পনা কমিশনকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, কোন দেশ থেকে ভ্যাকসিন সরবরাহ করা হবে তা এখনো জানা যায়নি। 

প্রকল্পের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য অন্যতম মাইলকফলক। বিশ্বব্যাংক ভ্যাকসিন কেনা প্রকল্পে ৫০ কোটি ডলার দিয়েছে, এটা ইতিবাচক। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়