বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিডা’র মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা, (০৫ জানুয়ারি): বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্ভাবনাময় বিদেশী বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরতে আজ মঙ্গলবার ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ (বিডা) এর কনফারেন্স কক্ষে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিডা এর মধ্যে যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের প্রথম উদ্যোগ হিসেবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে আগামী ২৫ জানুয়ারি , ২০২১ তারিখ ‘চীন - বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট' শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করা হবে । সম্মেলনে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বের সম্ভাবনা এবং উভয় দেশের মধ্যকার উচ্চ - সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ করিডোরের কুশলী সুযোগ-সুবিধা তুলে ধরা হবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশের দুই অংকের টেকসই অগ্রগতি অর্জন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়ার পথে মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে সরাসরি বিদেশী বিনিয়োগ।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘বিডা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড এর সমোঝাতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উদীয়মান বাংলাদেশের গল্প বিশ্ব দরবারে তুলে ধরা হবে। এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী আমাদের পদচিহ্ন, সক্ষমতা ব্যবহার করে এবং বিভিন্ন সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টাকে আরও বিস্তৃত করতে হবে।
বিডার নির্বাহী সদস্য মোশরফ হোসেন জানান, বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকসহ মোট ২০ টি সংস্থার সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সেই সঙ্গে আরও ১৯ টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন আছে। এরমধ্যে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হলে ২১ টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে। যা বিনিয়োগ বৃদ্ধিতে সাহায্য-সহযোগিতা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।