আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেস ইনসাইডার
ঢাকা (০৬ জানুয়ারি): দেশে আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রূপার নতুন দাম কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যাঃ (হলমার্কৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬৪০০ টাকা, ২১ ক্যাঃ (হলমার্কৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৬১৩০ টাকা, ১৮ ক্যাঃ (হলমার্কৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫৩৮০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪৪৯৫ টাকা, ২২ ক্যাঃ (হলমার্কৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৩০ টাকা, ২১ ক্যাঃ(হলমার্কৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১২৩ টাকা, ১৮ ক্যাঃ (হলমার্কৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য ৮০ টাকা দরে বিক্রি হবে।
বাজুস’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম কার্যকর প্রসঙ্গে উল্লেখ করা হয়, মহামারি করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক সংকট সহ চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও নানা জটিলতার কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকায় বিএসটিআই এর সক্ষমতার অভাব এবং বিভিন্ন দাপ্তরিক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলারদের চাহিদা অনুযায়ী স্বর্ণবার আমদানী করতে পারছে না। এজন্য দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীগণকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নতুন মূল্যে স্বর্ণ ও রৌপ্য বিক্রয়ের নির্দেশ দিয়েছে বাজুস।