শর্তসাপেক্ষে প্রায় ৫ লাখ টন চাল আমদানির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (১১ জানুয়ারি): খাদ্য মন্ত্রণালয় শর্তসাপেক্ষে বেসরকারি খাতে চার লাখ ৮৭ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে। সোমবার এক আদেশে ৭২টি প্রতিষ্ঠানের মাধ্যমে এক লাখ ৪১ হাজার টন চাল আমদানির এই অনুমোদন দেওয়া হয়।
আগের দিন ৬৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে এক লাখ ৭১ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। এছাড়া ৬ জানুয়ারি ৪৯টি প্রতিষ্ঠানকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে বেসরকারি খাতে এ পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হল।
দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে ডিসেম্বর মাসে সরকার বেসরকারি খাতে চাল আমদানির সুযোগ দেয়।
খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যে জানা গেছে, সরকারি গুদামগুলোতে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৭ দশমিক ২০ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চাল ৫ দশমিক ৩১ লাখ টন এবং গম ১ দশমিক ৮৯ লাখ টন। চালের মজুদের এই পরিমাণ গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।
আড়তদার ও মিল মালিকরা মিলে ‘কারসাজি করেই’ চালের দাম বাড়াচ্ছেন বলে ডিসেম্বরে এক অনুষ্ঠানে অভিযোগ করেছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।