এসএমই অর্থায়নে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(১২ জানুয়ারি) :এসএমই অর্থায়নে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদের জন্যে ভার্চুয়াল কর্মশালার আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।
এসএমইডিপি-২ এর প্রাথমিক উদ্দেশ্য ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর বাইরে অবস্থিত সিএমএসএমই গুলোর জন্য অর্থের সহজ প্রবেশাধিকার, অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহ (পিএফআই) এর মাধ্যমে সিএমএসএমইদের ঋণ বিতরণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থে বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তারা ক্ষুদ্র ও মাঝারি আকারের এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের (এসএমইডিপি-২) কর্মশালাটি পরিচালনা করেন।
প্রায় ২১টি ব্যাংক এবং ১২টি এনবিএফআই (নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইন্সটিটিউট) প্রকল্পে পিএফআই হিসাবে চুক্তি করেছে।
এসএমই অর্থায়ন ও এসএমইডিপি-২ এর সাথে সম্পৃক্ত ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা এই ভার্চুয়াল কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষকরা এসএমই অর্থায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং উদ্যোগগুলি নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসএমইডিপি-২ এর প্রকল্প পরিচালক, প্রশান্ত মোহন চক্রবর্তী এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও এসএমইডিপি-২ এর প্রকল্প কর্মকর্তা, মাহফুজা আক্তার তিন্নি, কর্মশালাটি পরিচালনা করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এসএমইডিপি-২ এর প্রকল্প পরিচালক এ কে এম ফজলুর রহমান। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন, হেড অফ এসএমই সৈয়দ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এবং এসএমইডিপি-২ এর উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম সরকার।
ভার্চুয়াল এই কর্মশালাটি গত মঙ্গলবার (৫ই জানুয়ারী) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।