অনলাইন বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা(১২ জানুয়ারি) : করোনা মহামারীর সময়েও প্রতিষ্ঠানের ব্যবসায়িক উদ্যম ও কর্মীদের মনোবল উন্নীত করার লক্ষ্যে ভার্চুয়ালি দেশব্যাপী বিক্রয় সম্মেলন পরিচালনা করেন হেল্থকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এইচপিএল)।
এইচপিএল ফার্মাসিউটিক্যালস, এশিয়া, আফ্রিকা এবং সিআইএস অঞ্চলের স্থানীয় ও বিদেশী বাজারের জন্য শ্রেণীবদ্ধ ব্র্যান্ডেড জেনেরিক পণ্য উৎপাদন করে। এই মহামারীর সময়েও প্রতিষ্ঠানের গতিশীলতার অনুশীলনে ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করেন।
করোনা ভাইরাসের মধ্যেও কর্মীদের মনোবল উন্নীত করার লক্ষ্যে সম্মেলনের এজেন্ডা ছিল "লিডিং দ্য ওয়ে"। এইচপিএল-এর চেয়ারপার্সন মিস সুরাইয়া বিলকিস সহ সম্মেলনে প্রধান নির্বাহী কর্মকর্তা, এমডি অনলাইনে যোগ দেন। সারা দেশের সকল কর্মচারীকে সংযুক্ত করে সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাহী পরিচালক এম এইচ মুর্তজা।
৬ হাজার ৫০০ এর বেশি কর্মচারী নিয়ে বিজনেস অ্যালাইনমেন্ট সম্মেলনটি পরবর্তী বছরের ব্যবসায়ের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কক্সবাজারের প্রতি বছর একটি করে “আনন্দের সঙ্গে ব্যবসা” সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর মহামারীর কারণে বাতিল করা হয়েছে।