বিল সংগ্রহে কমিউনিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১২ জানুয়ারি): কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মধ্যে বিল সংগ্রহ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী ও তিতাস গ্যাসের কোম্পানীর সচিব মোঃ ইয়াকুব খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোঃ নূরুল্লাহ উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে কমিউনিটি ব্যাংক এর দেশ ব্যাপী বিস্তৃত ব্রাঞ্চসমূহ-এর মাধ্যমে যে কোন জায়গা থেকে তিতাস গ্যাসের গ্রাহক বিল সংগ্রহ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস ও কমিউনিটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তিতাস গ্যাসের পক্ষে মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ মুনির হোসেন খান, পরিচালক (অর্থ) আ.ছা.মু জিয়াউল হক, উপ মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ জাকির হোসেন, উপ মহাব্যবস্থাপক (হিসাব) মোঃ মাহবুবুর রহমান, উপ মহাব্যবস্থাপক (সফটওয়্যার) তারিক আনিস খান, ব্যবস্থাপক (ক্যাশ এন্ড ব্যাংক) হূমায়ূন কবির খান, এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে এসইভিপি এবং চীফ ইনফরমেশন টেকনোলজী অফিসার মোহাম্মদ আবদুল কাইউম খান, ইভিপি এবং কোম্পানী সচিব সাইফুল আলম এফসিএস, এভিপি এবং শাখা ব্যবস্থাপক শেখ জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।