Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
দেশে এখন ১ বিলিয়ন ডলারের আইসিটি ইন্ডাস্ট্রি: পলক

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে এখন ১ বিলিয়ন ডলারের আইসিটি ইন্ডাস্ট্রি: পলক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২২, ১৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২৩:২৪, ১৬ জানুয়ারি ২০২১
দেশে এখন ১ বিলিয়ন ডলারের আইসিটি ইন্ডাস্ট্রি: পলক

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা (১৬ জানুয়ারি): তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের আইসিটি ইন্ডাস্ট্রির আকার ২০০৮ সালের ২৬ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২০ সালে ১ বিলিয়ন ডলারে উপনীত হয়েছে।

শনিবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর” উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এই সময়ে মানব সম্পদ উন্নয়ন এবং কর্মসংস্থান ১৫ লাখে পৌঁছেছে। অথচ ২০০৮ সালে এ সংখ্যা ছিল মাত্র ৫০,০০০। তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারকারীরর সংখ্যা ২০০৮ সালের ৫৬ লাখ থেকে ১২ কোটিতে উপনীত হয়েছে। আর একই সময়ে সরকারি ওয়েবসাইটের সংখ্যা মাত্র ৫০টি থেকে ৫১,০০০ টিতে উন্নীত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১২ বছরে দেশে একটি শক্তিশালী আইসিটি অবকাঠামো তৈরি হয়েছে, যা গ্রাম এলাকা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়েছে। দেশের ৩ হাজার ৮শ’ ইউনিয়ন এখন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটির আওতায় এসেছে। ২০২১ সালের মধ্যে সকলের জন্য ইন্টারনেট নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

পলক বলেন, প্রধানমন্তী শেখ হাসিনার দূরদৃষ্টি এবং তার আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনাতেই এসব সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। মানুষের জীবনযাত্রা আরো সহজ করার লক্ষ্যে সরকার প্রতিদিনই প্রযুক্তি সেবার সম্প্রসারণ করছে।

পলক বলেন আইসিটি অবকাঠামো গড়ে তোলার কারণে করোনা মহামারিকালে অনলাইন/সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস-আদালত, চিকিৎসা সেবা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য, বিনোদন এমনকি কোর্টের  কার্যক্রমও চালু রাখা সম্ভব হচ্ছে। সরকার করোনা পোর্টাল, কোভিড ট্রেসার, কোভিড ১৯ ট্রাকার, ফুড ফর ন্যাশন, হেলথ ফর ন্যাশনসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে করোনা মোকাবেলা করছে।

তিনি বলেন, ৯৯৯ জরুরি হটলাইন বা অন্যান্য সামাজিক সেবার জন্য ৩৩৩ এর মতো সেবা সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে। এগুলো সমাজকে আরো বেশি প্রযুক্তি বান্ধব করেছে।

প্রতিমন্ত্রী বলেন ২০২১ সালের মধ্যে প্রায় ২ হাজার ৮শ’ সরকারি সেবাকে ডিজিটালাইজড করার অংশ হিসেবে ইতোমধ্যে ৬০০টি সেবা ডিজিটাল সেবায় রূপান্তর করা হয়েছে। সরকার অফিসের কার্যক্রমে  কাগজ ও কলমের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে ই-অফিস কার্যক্রম চালু করেছে। এরই অংশ হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/সরকারি অফিসে কাজের গতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনয়নে ই-নথি চালু করা হয়। বর্তমানে ৮ হাজারেরও বেশি অফিসের প্রায় ৯০ হাজারেরও অধিক কর্মকর্তা ই-নথি ব্যবহার করছে। অদ্যবধি, ১ কোটি ৪৩ লাখ ফাইল ই-নথি সিস্টেমের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

পলক বলেন, অনলাইনে ভূমি নিবন্ধন বা কাস্টম শুল্ক সংগ্রহের মাধ্যমে সময় হ্রাস হয়েছে। সেই সঙ্গে অনিয়ম বন্ধের পাশাপাশি বাড়িয়েছে দক্ষতা। এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের পথে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের মঞ্চে একটি উল্লেখযোগ্য স্থানে পৌছাতে সক্ষম হবো ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব,  বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. আরশাদ হোসেনসহ বিভাগ ও এর অধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়