ব্র্যাক ব্যাংকের নারী কর্মীদের জন্য সিএমপি’র সাইবার সিকিউরিটি ওয়েবিনার
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ব্র্যাক ব্যাংক
ঢাকা (১৯ জানুয়ারি): বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর সহযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের নারী কর্মীদের জন্য সাইবার সিকিউরিটি সম্পর্কিত একটি ওয়েবিনারের আয়োজন করেছে। আজ ব্যাক ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাইবার সিকিউরিটি বিষয়ক এই সচেতনতা কর্মসূচীটি সিএমপি'র পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) এর একটি অংশ। সারা দেশ থেকে ব্র্যাক ব্যাংকের মোট ৯৫০ নারীকর্মী এই ওয়েবিনারে অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ওয়েবিনারের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সদ্য নিয়োগ পাওয়া উপ-মহাপরিদর্শক এবং বিপিডব্লিউএন সভাপতি আমেনা বেগম, বিপিএম।
তিনি বলেন, "কোভিড -১৯ এর ফলে আমরা যোগাযোগের নতুন উপায় উদ্ভাবন করতে পেরেছি। আজ বাংলাদেশ পুলিশ এবং বিপিডব্লিউএন এর সহযোগিতায় সাড়ে নয়শো নারী ব্যাংকারদের জন্য এই ওয়েবিনার আয়োজন করতে পেরে আমরা ভীষণ গর্বিত"।
পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মাহফুজা লিজা, এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এলআইসি), মির আবু তৌহিদ, বিপিএম (বার), গত ১২ই জানুয়ারী ওয়েবিনারটি পরিচালনা করেন।
ব্র্যাক ব্যাংকের হেড অফ এইচআর আখতারউদ্দিন মাহমুদ বলেন, "আমাদের নারীদের প্রত্যেকেই দক্ষ কর্মী এবং তাদের কাজে অত্যন্ত পারদর্শী। ব্র্যাক ব্যাংকে আমাদের কর্মীদের সুরক্ষার জন্য সেফগার্ডিং পলিসি রয়েছে। তবে ডিজিটাইজেশনের যুগে তথ্যের গুরূত্ব ও গোপনীয়তা সম্পর্কেও তাদের জ্ঞান রাখা প্রয়োজন। এই ওয়েবিনারের ফলে আমাদের নারীরা ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রায় ও সাইবার হুমকি রুখতে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবেন"।
ওয়েবিনারে সাইবারসিকিউরিটি সচেতনতা, সাইবার জগতের সাধারণ ভুল-ত্রুটি, যেমনঃ পাসওয়ার্ড শেয়ারিং, প্রতারণামূলক অফার বা লিংকে ক্লিক করা, অপরিচিত লোকের সাথে যোগাযোগ স্থাপন, ইত্যাদির বিষয়ের উপর আলোকপাত করা হয়। ওয়েবিনারের বক্তারা সাইবার স্পেসে ভুক্তভোগী নারীদের জন্য সরকারের সহায়তাম‚লক উদ্যোগ নিয়েও আলোচনা করেন।
পিসিএসডব্লিউ - পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ, কর্তৃক পরিচালিত একটি ফেসবুক-ভিত্তিক প্ল্যাটফর্ম। এখান থেকে আইনের আলোকে নারীদের সকল অভিযোগের জন্য সঠিক দিকনির্দেশনা এবং পরিষেবা দেয়া করা হয়। সাইবার ক্রাইমের শিকার যে কোনও নারী পিসিএসডব্লিউ এর সাথে তাদের ফেসবুক পেজের মাধ্যমে https://www.facebook.com/PCSW.PHQ যাগাযোগ করতে পারেন। এছাড়াও তারা ঠিকানায় ইমেইল করতে পারেন, অথবা পিসিএসডব্লিউ এর হটলাইন +৮৮০১৩২০০০০৮৮৮-এ কল করতে পারেন।