বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়োজনে “খাদ্য নিরাপত্তা” ট্রেনিং
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের “খাদ্য নিরাপত্তা” ট্রেনিং
ঢাকা (২৪ জানুয়ারি): বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টার- বিএটিসি তে “খাদ্য নিরাপত্তা” এর ওপর দিনব্যাপী এক ট্রেনিং এর আয়োজন করা হয়।
রোববার দুটি সেশনে অনুষ্ঠিত এ ট্রেনিংয়ে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) এর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং কেবিনক্রুগণ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ইউএস বাংলার ৩ জন ও নভো এয়ারের ৩ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
ট্রেনিং পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ফুড এন্ড নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ শেখ মাহতাব উদ্দিন। ট্রেনিং এর উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক কর্পোরেট প্ল্যানিং এন্ড ট্রেনিং, এয়ার কমডোর ডঃ মোঃ মাহবুব জাহান খান (অবঃ)। ট্রেনিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল বিএটিসিসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।