মোটরসাইকেলের নিবন্ধন ফি কমেছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ইনফোগ্রাফ বিজনেস ইনসাইডার বিডি
ঢাকা(০১ ফেব্রুয়ারি): মোটরসাইকেলের নিবন্ধন ফি পুন: নির্ধারণ করেছে সরকার। আগের ফি কমিয়ে অর্ধেক করা হয়েছে। যা ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।
ওই কর্মকর্তা জানান, নতুন নিবন্ধন ফি অনুযায়ী এখন থেকে ১০০ সিসি বা তার নিচের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। যা আগে ছিলো ৪ হাজার ২০০ টাকা।
আর ১০০ সিসির উপরের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি নির্ধারন করা হয়েছে ৩ হাজার টাকা। যা আগে ছিলো ৫ হাজার ৬০০ টাকা। এর আগে ২০১৪ সালে মোটরযান নিবন্ধন ফি পুন:নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, গত বছর অর্থ মন্ত্রনালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিবন্ধন ফি কমানোর জন্য একটি প্রস্তাব দিয়েছিলো। এই প্রস্তাবের পর গত ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলাদেশ- জাপান যৌথ সরকারি বেসরকারি অর্থনৈতিক সংলাপ’ বৈঠকে মোটরসাইকেলের নিবন্ধন ফি বাজার মূল্যের ১০ শতাংশের মধ্যে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ঢাকাস্থ জাপানি রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মোটরসাইকেল নিবন্ধন খরচ কমানোর প্রস্তাব করেন। জাপান সরকারের অনুরোধ ও দেশের গ্রাহকদের কথা মাথায় রেখে নিবন্ধনের ফি কমানোর প্রস্তাব করা হয়েছে বলে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশে ৩ লাখ ১১ হাজার ১৬টি মোটরসাইকেল নিবন্ধন হয়েছে। ২০১৯ সালে ৪ লাখ ১ হাজার ৪৫২ টি, ২০১৮ সালে ৩ লাখ ৯৩ হাজার ৫৪৫টি এবং ২০১৭ সালে ৩ লাখ ২৫ হাজার ৮৭৬টি।