জানুয়ারিতেও রেমিট্যান্স বেড়েছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(০১ ফেব্রুয়ারি): নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসেও রেমিট্যান্স বেড়েছে। বিশ্বেও বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা জানুয়ারি মাসে মোট ১৯৬ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। যা গেল বছরের একই মাসের চাইতে প্রায় ২০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক থেকে এতথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সরকারের ২ শতাংশ হারে প্রণোদনা দেয়ার ঘোষণার পর থেকে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বেড়েছে। সোমবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৯১ কোটি মার্কিন ডলারে।
করোনাভাইরাসের প্রভাবে রেমিট্যান্স কমবে বলে পূর্বাভাস দিয়েছিলো বিশ্বব্যাংক ও আইএমএফ। পাশের দেশ ভারতসহ অনেক দেশেরই রেমিট্যান্স কমেছে। তবে বাংলাদেশসহ কয়েকটি দেশের রেমিট্যান্স বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে প্রবাসীরা মোট এক হাজার ৪৯১ কোটি মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১০৫ কোটি ডলার। ৭ মাসে বেড়েছে ৩৮৬ কোটি ডলার বা ৩৪ দশমিক ৯৫ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।