কৃষিপণ্য রপ্তানি করছে মাসওয়া এগ্রো লিমিটেড
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: মাসওয়া এগ্রো লিমিটেড
ঢাকা (০২ ফেব্রুয়ারি): আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপিসহ কৃষি পণ্য রপ্তানি করছে মাসওয়া এগ্রো লিমিটেড। এর মাধ্যমে বগুড়ার বাঁধাকপি এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ছয়টি দেশে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসওয়া এগ্রো লিমিটেড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মাসওয়া এগ্রো লিমিটেড নিজস্ব উদ্যোগে কৃষিজাত পণ্য- আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি প্রক্রিয়াজাত ও রপ্তানি করছে। এছাড়া তারা চাষীদের ন্যায্য মূল্য প্রদান, বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে ৪০ লাখ টন আলুর চাহিদার বিপরীতে গড়ে প্রায় ৮০ লাখ টন আলু উৎপাদিত হচ্ছে। কিন্তু আমাদের দরিদ্র আলু চাষীরা এর সুফল পাচ্ছে না। আলু রপ্তানি বাড়াতে পারলে চাষীদের ক্ষতি কমানো সম্ভব।
এ বিষয়ে মাসওয়া এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আজাদ প্রিন্স বলেন, ২০১৬ সাল থেকে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরব-আমিরাত, ইউএই, নেপাল, ব্রুনাই এ আলু রপ্তানি করছি। করোনা পরবর্তী সময়ে আমরা ডিসেম্বর থেকে সিঙ্গাপুর ও মালয়েশিয়া বাঁধাকপি রপ্তানি শুরু করেছি। এখন পর্যন্ত আমরা ১৮৬০ মেট্রিক টন বাঁধাকপি রপ্তানি করেছি। এরপর আলুও রপ্তানি শুরু করব।
তিনি বলেন, গত বছর আমরা প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করেছি। এ বছরে ১৫ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করতে পারব বলে আশা করছি। উত্তরবঙ্গের বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তৃণমূল চাষীদের কাছ থেকে আলু, মিষ্টি কুমড়া ও বাঁধাকপি সংগ্রহ করা হয়। তারপর আমাদের নিজস্ব প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে আমরা সেগুলো রপ্তানি করছি।