সানোফি কর্মীদের আমরণ অনশনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ফাইল ফটো
ঢাকা (০৪ ফেব্রুয়ারি): আগামি শনিবার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কারস-এমপ্লয়ীজ এসোসিয়েশন’। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
‘সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কারস-এমপ্লয়ীজ এসোসিয়েশন’ এর সভাপতি নুরুজ্জামান রাজু এবং সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সানোফি ৪০০ কোটি টাকার শেয়ার বিক্রি করে এ দেশ থেকে চলে যাচ্ছে। কিন্তু তারা এমপ্লয়ীজদের জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছেন না। এ অবস্থায় দাবি পূরণে আমরণ অনশন কর্মসূচির কোন বিকল্প নেই।
এতে বলা হয়, ৬২ বছর ধরে সাফল্যের সঙ্গে ব্যবসা করে আসা সানোফি বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে হঠাৎ করেই বাংলাদেশ ছাড়ার ঘোষণা দেয়। কিন্তু তারা বলেনি কোম্পানির ১০০০ এমপ্লয়ীর কি হবে। ভবিষ্যতের চরম দুশ্চিন্তায় তাই সাধারণ এমপ্লয়ীরা রাস্তায় নামতে বাধ্য হয়। উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তিন মাস পর এমপ্লয়ীরা আবার কাজে ফিরে যান। তারা বলেছিলেন - ব্যবসা ঠিক থাকলে, পজিটিভ এনভায়রনমেন্ট বজায় থাকলে কোম্পানি অবশ্যই এমপ্লয়ীদের দাবি শুনবে।
এপ্রিল থেকে শুরু হয় ভয়াবহ করোনা ভাইরাসের আক্রমণ। কিন্তু সানোফি বাংলাদেশের কর্মীরা কঠোর পরিশ্রম অব্যাহত রাখায় ২০২০ সালে কোম্পানির ব্যবসা ঠিক ছিল। তারপর ডিসেম্বর মাস পর্যন্ত এমপ্লয়ীরা কোম্পানির সেলস টার্গেট পূরণ করে দিয়েছে। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এমপ্লয়ীরা সবসময় তাঁদের সব কথা বিশ্বাস করেছে। কিন্তু বুধবার ট্রেড ইউনিয়নের সঙ্গে এক মিটিংয়ে মুঈনউদ্দীন মজুমদার বলেন, "আমি মনে করতে পারিনা যে আমরা আপনাদের কোনো আশা দেখিয়েছিলাম ক্ষতিপূরণের ব্যাপারে।"
তাদের সব স্বার্থ হাসিল হওয়ায় এখন সব ভুলে গেছেন। ১৫ মাস পর তাঁরা এমপ্লয়ীদের বলেন যে - কোম্পানি কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না। এ অবস্থায় আমাদের আর্থিক ক্ষতিপূরণের দাবি মেনে না নেয়া পর্যন্ত ট্রেড ইউনিয়নের ৪০০ সদস্য আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দিচ্ছে। এই আমরণ অনশন কর্মসূচি শুরু হবে ৬ই ফেব্রুয়ারি শনিবার থেকে।
সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়, এরপরও ম্যানেজমেন্ট এমপ্লয়ীদের দাবি মেনে না নেয়, তাহলে পরিবারের অন্য সদস্যরাও এই আমরণ কর্মসূচিতে যোগদান দেবে।
সানোফির লোকাল এবং গ্লোবাল ম্যানেজমেন্টের প্রতি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো সময় আছে, ট্রেড ইউনিয়নের আর্থিক ক্ষতিপূরণের প্যাকেজ মেনে নিন, আপনার এমপ্লয়ীজদের আমরণ অনশন করতে বাধ্য করবেন না।
বিজ্ঞপ্তিতে এমপ্লয়ীদের দাবির ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলো, সানোফি বাংলাদেশের ৪৫% শেয়ারের মালিকপক্ষ বিসিআইসি এবং শিল্প মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ইন্টারনেশনাল লেবার অর্গানাইজেশন, অন্যান্য দূতাবাস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থারও দৃষ্টি আকর্ষণ করা হয়।