আলু পেঁয়াজের দাম বাড়ছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বিজনেসইনসাইডারবিডি
ঢাকা (০৪ ফেব্রুয়ারি): রাজধানীতে আলু ও পেঁয়াজের দাম বাড়ছে। বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণেই এ দুটি নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানান। তারা বলেন, আসন্ন রমজানকে কেন্দ্র করে পাইকারি ব্যবসায়ীরা বেশ কয়েকটি নিত্য পণ্যের মজুদ গড়ে তোলে। যে কারণে প্রতি বছর রমজান শুরুর দুই-তিন মাস আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে।
এছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে আসার কারণ সম্পর্কে ব্যবসায়ীরা জানান, দেশি কাঁচা পেঁয়াজের সরবরাহ একেবারেই নাই বললেই চলে। এখন আসছে শুকনো পেঁয়াজ। যার দাম কাঁচা পেঁয়াজের তুলনায় বেশি।
সরেজমিন মিরপুর-১ নং বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং কাওরান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পাইকারি বাজারসহ খুচরা বাজারে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা, আলুর দাম বেড়েছে গড়ে ২ থেকে ৩ টাকা।
মিরপুরের পাইকারি ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায়,প্রতি কেজি পেঁয়াজ ৩ থেকে ৪ টাকা বাড়িয়ে বিক্রি করছেন ২৭ থেকে ৩০ টাকায়। আলু ১০ থেকে ১২ টাকা। যা গত সপ্তাহে ছিল ৮ থেকে ১০ টাকা এবং পেঁয়াজ থেকে ২৫ টাকা।
দাম বৃদ্ধির কারণ জানলে চাইলে মিরপুরের পাইকারি ব্যবসায়ী হোসেন আলী মোল্লা বিজনেসইনসাইডারবিডি’কে জানান, পেঁয়াজ এখন শুকনো এবং অনেক ব্যবসায়ীরা বেশি দামের জন্যে পেঁয়াজ, আলু মজুত করে রাখছেন। তাই বাজারে সরবরাহ কমে গেছে এবং দামও বেড়ে গিয়েছে।
তিনি আরও জানান, বগুড়া থেকে ১৫ টন আলু ঢাকায় আনতে ট্রাক ভাড়া, রাস্তায় বিভিন্ন চাঁদা সহ খরচ হয় ৩০ হাজার টাকা। আবার ঢাকার আনতে খরচ হয়েছে ৮ থেকে ১০ টাকায় বিক্রি করলে আমার লস হয়।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরা পেঁয়াজ বিক্রেতা মেহেদি হাসান জানান, গত সপ্তাহে আলু, পেঁয়াজের সরবরাহ ভাল থাকায় দাম কিছুটা কম ছিল, তবে এ সপ্তাহের শুরতে সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়।
এছাড়া, কাওরান বাজারের পাইকারি আলু বিক্রেতা মোঃ হানিফ খোন্দকার জানান, বাজারে দুই ধরনের আলু পাওয়া যায় একটি লম্বা আকৃতির ডায়মন্ড আলু অন্যটি ছোট গোল আলু। এই দু ধরনের আলুর দামই বেড়েছে গড়ে ২ থেকে ৩ টাকা। তবে কাওরান বাজারে খুচরা আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা এবং পেঁয়াজ ৩৫ টাকায়।
পাইকারি বাজারে আলু ২ থেকে ৩ টাকা এবং পেঁয়াজের দাম ৩ থেকে ৪ টাকা বাড়লেও মোহাম্মদপুর কৃষি মার্কেট এবং মিরপুর ১ নাম্বার খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা।