Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের নতুন ভবনের উদ্বোধন

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের নতুন ভবনের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২১  
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের নতুন ভবনের উদ্বোধন

ছবি: ব্যাংর্কাস ক্লাব অব বাংলাদশ

ঢাকা (০৭ ফেব্রুয়ারি): ব্যাংর্কাস ক্লাব অব বাংলাদশের (বিসিবিএল) স্থানান্তরতি নতুন ভবনের উদ্বোধন করা হয়ছে। গতকাল শনিবার উত্তরায় ক্লাবের চারতলা ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিসিবিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংর্কাস, বাংলাদশের (এবিবি) চ্যায়ারম্যান এবং ইর্স্টান ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার এবং বিশেষ অতিথি হিসেবে এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ শাহ উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আলী রেজা ইফতেখার বলেন, কিছু কিছু ব্যাক্তির অসৎ র্কাযক্রমরে জন্য ব্যাংকারদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এটা এক্সসেপশনাল। তবে আমাদের প্রফেশনাল হতে হবে। নিজেকে ব্যান্ডিং করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তিগত র্স্বাথ উদ্ধারের জন্য আমরা কাজ করছি না। র্সাকভুক্ত কোন দেশে এ ধরণের সংগঠন থাকলে সেটার সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর উপর জোর দেন তিনি। এছাড়া ক্লাবের সদস্যদরে জন্য ইর্স্টান ব্যাংকরে পক্ষ থেকেএকটি লাইব্রেরী করে দেওয়ার ঘোষনা দেন তিনি।

ব্যাংর্কাস ক্লাব অব বাংলাদশের সভাপতি আবু জাফর শামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নির্বাহী কমটিরি সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ আকতার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফকির ও ব্র্যান্ড এন্ড মিডিয়া সেক্রেটারি তারেক উদ্দিন প্রমুখ।

ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর করে তোলে। উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংর্কাস ক্লাব তাদের নিজস্ব মিউজিক্যাল ব্যান্ড 'বিসিবিএল বিটস' এর আনুষ্ঠানিক যাত্রার ঘাষেণা দেন।

২০১৮ সালের ১০ জানুয়ারি ২২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বিসিবিএল। একই বছরের ১০ জুলাই জয়েন্ট স্টোক কোম্পানির নিবন্ধণ নেয় ক্লাবটি।র্বতমানে ক্লাবের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জন। বেসরকারি ব্যাংক ছাড়াও বাংলাদশে ব্যাংকের র্কমর্কতারাও এ ক্লাবের সদস্য।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়