নগদ’র সিইও হলেন রাহেল আহমেদ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: নগদ এর সিইও রাহেল আহমেদ
ঢাকা(০৭ফেব্রুয়ারি): নগদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন রাহেল আহমেদ। রবিবার তিনি এই পদে যোগ দেন।
নগদ এ যোগ দেওয়ার রাহেল আহমেদ বলেন, দুই বছরের কম সময়ে নগদ দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে বড় রকমের পরিবর্তন নিয়ে আসতে পেরেছে। উদ্ভাবনী ও গতিশীল সেবার মাধ্যমে নগদকে বাংলাদেশের সেরা পেমেন্ট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করাই আমার প্রধান অগ্রাধিকার।
বর্তমানে ‘নগদ’ এর তিন কোটির বেশি গ্রাহক আছে যা দিনে গড়ে ৩০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। ফ্রি ইউটিলিটি বিল প্রদান বা বাজারের প্রচলিত চার্জের অর্ধেক খরচে ক্যাশ-আউট করার সুবিধা গ্রাহকের কাছে ‘নগদ’কে জনপ্রিয় করে তুলেছে।
রাহেল আহমেদ নেদারল্যান্ডসের ম্যাসট্রিকট স্কুল অব বিজনেস থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ করেন। ব্যাংকার হিসেবে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন রাহেল আহমেদ সর্বশেষ প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের স্থানীয় করপোরেট ও আন্তর্জাতিক করপোরেট বিভাগের প্রধান, ইউনাইটেড আরব আমিরাতের ইমিরেটস ইসলামিক ব্যাংক এবং ফার্স্ট গালফ ব্যাংক পিজেএসসি-তে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।