দরপত্র ছাড়াই ২৫টি এক্সকেভেটর কেনা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
এক্সকেভেটর (ফাইল ছবি)
ঢাকা (১৬ ফেব্রুয়ারি): দেশে বিভিন্ন সিটি করপোরেশনের জন্য ২৫টি এক্সকেভেটর কিনছে স্থানীয় সরকার বিভাগ। কোন ধরনের দরপত্র ছাড়াই এসব এক্সকেভেটর কেনায় ব্যয় হচ্ছে ৫০ কোটি টাকা। অত্যন্ত জরুরী হওয়ায় বিনা দরপত্রে এসব এক্সকেভেটর কেনা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ বিজনেসইনসাইডারবিডি’ কে বলেন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন সিটি করপোরেশনে এক্সকেভেটর সংকট দেখায় এগুলো জরুরী ভিত্তিতে প্রয়োজন। তিনি বলেন, বর্ষার আগে মে মাসের মধ্যেই এই এক্সকেভেটরগুলো আমাদের দরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বর্তমানে সারা দেশে ৩২৯টি সিটি করপোরেশন রয়েছে। এসব সিটি করপোরেশন থেকে বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করা হয়।
নগরায়ন বাড়ার কারণে উন্নত সেবা দিতে সিটি করপোরেশনগুলোতে আধুনিক যন্ত্রপাতির চাহিদা অনেক বেড়েছে। এ চাহিদা পূরণে চলতি অর্থ বছরে (২০২০-২১) ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, ২০২১ অর্থ বছরের ছয় মাস এরই মধ্যে পেড়িয়ে গেছে। তাই বাকী সময়ের মধ্যেই ক্রয় প্রক্রিয়া শেষ করতে হবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়। তাই স্থানীয় সরকার বিভাগ যতদ্রুত সম্ভব এসব এক্সকেভেটর কেনার উদ্যোগ নিয়েছে।
এর আগে ৯ থেকে ১২ টন ওজনের ৪০টি রোড রোলার কিনে বিভিন্ন সিটি করপোরেশনকে দেয়া হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে অর্থনীতি বিষয়ক মন্ত্রীসভার কমিটি এর অনুমোদন দিয়েছিল।