বিসিক চেয়ারম্যান পেলেন গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান (ফাইল ছবি)
ঢাকা (১৭ ফেব্রুয়ারি): করোনাভাইরাস মহামারির সময়ে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান।
সম্প্রতি রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যানের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয় বলে বুধবার বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। সেইসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বিএসিসি) ও ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনাল (ওয়াইসিসিআই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।
করোনার প্রভাবে যেখানে দেশের বেশির ভাগ শিল্প কারখানাই বন্ধ ছিল সেখানে বিসিকের সার্বিক সহায়তায় বিসিক শিল্পনগরীতে অবস্থিত শিল্প ইউনিটগুলো নিয়মিতভাবে করোনা প্রতিরোধকমূলক পণ্য (মেডিকেল অক্সিজেন, পিপিই, মাস্ক, স্যানিটাইজার ও জীবাণুনাশক), চাল, ডাল, তেল, আটা, ময়দা, সুজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং জীবন রক্ষাকারী ওষুধ, কৃষি যন্ত্রাংশ, কীটনাশক ও সার উৎপাদন ও সরবরাহ অব্যাহত রাখে।
শিল্পখাতের অংশীজনদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন, শিল্পখাত ভিত্তিক ক্ষয়ক্ষতি নিরুপণ, প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ প্রাপ্তি সহজিকরণ বিষয়ে সুপারিশ, ঋণ প্রাপ্তিতে ব্যাংক ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপন, মাইক্রো ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ঋণ প্রদানের জন্য সিড মানির প্রস্তাব, জেলা পর্যায়ে শিল্প ঋণ বিতরণ ও মনিটরিং কমিটি গঠন, নিয়মিতভাবে অনলাইন সভা এবং রোস্টার ডিউটির মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিসিক।
বস্তুতপক্ষে দেশের এবং মানুষের প্রয়োজনেই শিল্প, আর এই শিল্পের প্রয়োজনেই বিসিক। করোনা পরিস্থিতি মোকাবিলায় বিসিকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।