Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করতে পুনরায় তরঙ্গ নিলাম

সোমবার

১৮ নভেম্বর ২০২৪


৪ অগ্রাহায়ণ ১৪৩১,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করতে পুনরায় তরঙ্গ নিলাম

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২১
মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করতে পুনরায় তরঙ্গ নিলাম

ছবি: বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) লোগো।

ঢাকা (২০ ফেব্রুয়ারি): মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করতে দেশের মোবাইল অপারেটরদের জন্য পুনরায় তরঙ্গ নিলাম করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আগামি ৮ মার্চ এই নিলাম অনুষ্ঠিত হবে। সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তা এতথ্য জানান।  

বিটিআরসির নিলামের গাইডলাইন অনুসারে, আনুষ্ঠানিক নিলাম শুরু আগে আগামি ২৫ ফেব্রুয়ারি মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করবে বিটিআরসি। 

জানা গেছে, নিলামে ১৮০০ ব্যান্ডে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হবে ৩১ মিলিয়ন ডলার (২৬৩ কোটি টাকা)। আর ২১০০ ব্যান্ডের মেগাহার্টজ প্রতি মূল্য ধরা হবে ২৭ মিলিয়ন ডলার (২২৯ কোটি টাকা)।

বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অপারেটরদের সেবার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। একইসঙ্গে বেড়েছে গ্রাহকের অভিযোগের সংখ্যা।

বিটিআরসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সেবার মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য একটি বড় কারণ হচ্ছে পর্যাপ্ত তরঙ্গ না থাকা। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যার অনুপাতের সঙ্গে তরঙ্গের তুলনা করলে দেখা যাবে, সেটা খুবই নগন্য। এ কারণে আমরা যত দ্রুত সম্ভব এ নিলামের সিদ্ধান্ত নিয়েছি।
  
পাঁচটি ব্লকে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের মোট ৭ দশমিক ৪০ মেগাহার্টজ তরঙ্গ নিলাম করা হবে। আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের জন্য তিনটি ব্লকে মোট ১৫ মেগাহার্টজ তরঙ্গ নিলাম করা হবে।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত তরঙ্গ নিলামে বাংলালিংক ৩০৮ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যে ১০ দশমিক ৬ মেগাহার্টজ এবং গ্রামীণফোন ১৫৫ মিলিয়ন ডলার মূল্যে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছিলো।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়