রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্পের দায়িত্ব পেলেন এলেক্সি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
এলেক্সি ডেইরী। ছবি: রোসাটম
ঢাকা (২০ ফেব্রুয়ারি): রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের পরিচালকের দায়িত্ব পেলেন এলেক্সি ডেইরী। এর আগে তিনি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন।
শনিবার রোসাটম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রোসাটম স্টেট করপোরেশনের অপারেশন ম্যানেজমেন্ট এর প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল আলেকজান্ডার লক্সিন সদ্য নিয়োগপ্রাপ্ত এলেক্সি'র দক্ষতা সম্পর্কে বলেন, এলেক্সি কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান কাজ করার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানে সুফল বয়ে আনবে।
১৯৮০ সালের ৪ মার্চ রাশিয়ার নভোভোরোনেঝে এলেক্সি ভøাদিমিরোভিচ ডেইরী জন্মগ্রহণ করেন। সাউথ-রাশিয়ান পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি কর্মজীবন শুরু করেন এটোমটেকএনার্গো ফার্মের ফিউজ নভোভোরোনেঝ শাখায়।
এরপর তিনি এটোমএনার্গোএক্সপোর্ট আই এন্ড সি এ এর ডেপুটি হেড অব ডাইরেক্টরেট এবং ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের ডেপুটি হেড অব ডাইরেক্টরেট হিসেবে কাজ করেন। ২০১৩ সালে তিনি হানহিকিভি এনপিপি এবং ২০১৪ সালে তিনি ইরান এনপিপির দায়িত্ব লাভ করেন। এলেক্সি ২০১৮ ও ২০২১ সালে কুরস্ক পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পান। এলেক্সি পারমানবিক শিল্পে বিশেষ অবদানের জন্যে মেরিট অফ ফাদারল্যান্ড এওয়ার্ড (২য় ডিগ্রি) অর্জন করেন। এছাড়াও তিনি ‘পার্টিসিপেন্ট অফ কন্সট্রাকশন অফ পাওয়ার ইউনিট -৪ রস্তভ এনপিপি’ মেডেল (২য় ও ৩য় ডিগ্রী) ও সার্টিফিকেট অর্জন করেছেন।